ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর ও প্লাস্টিক কারখানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর ও প্লাস্টিক কারখানা ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে ছয়টি সেমিপাকা বসতঘর ও একটি প্লাস্টিক কারখানা পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

আগুনে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর উত্তর পশ্চিম পাড়ে নুরে এলাহীর প্লাস্টিক কারখানা আকতার প্লাস্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া রাত দেড়টার দিকে নগরীর ডবলমুরিং থানার ঈদগাহ রঙ্গিপাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্ট‍া, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।