ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিএইচপি পরিবারের সাথে গ্রামীণফোনের কার্নিভাল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
পিএইচপি পরিবারের সাথে গ্রামীণফোনের কার্নিভাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পাঁচ কোটি গ্রাহক পূরণ হওয়ায় পিএইচপি ফ্যামিলির সঙ্গে মিলে বর্ণাঢ্য আয়োজনে কাস্টমার কার্নিভাল অনুষ্ঠান করেছে গ্রামীণ ফোন।

নগরীর আগ্রাবাদে পিএইচপি করপোরেট হাউজে মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠান হয়েছে।

এতে গ্রামীণফোনের পক্ষ থেকে পিএইচপি পরিবারের পরিচালক আকতার পারভেজ হিরোকে গ্রামীণফোনের একটি ক্রেস্ট প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের পরিচালক জহিরুল ইসলাম, গ্রামীণফোনের রিজিওনাল চিফ শাহ্‌ মোহাম্মদ ইব্রাহিম আজাদ, গ্রামীণফোনের পক্ষে কাজী সোহেল শরীফ, কফিল উদ্দিন আহমেদ, পিএইচপি পরিবারের পক্ষে মোহাম্মদ আব্দুল্লাহ ফরিদ, দিলশাদ আহমেদ, দানিয়েল আহমেদ প্রমুখ।


বর্ণাঢ্য এ অনুষ্ঠানে একে অপরকে মিষ্টিমুখ করানোসহ ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী, ঝালমুড়ি, হাওয়াই মিঠাই, পিঠাপুলি ও ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে পিএইচপি পরিবারের পরিচালক আকতার পারভেজ হিরো বলেন, ‘পিএইচপি পরিবারের সাথে গ্রামীণফোনের সম্পর্ক দীর্ঘদিনের। আশা করি, আমাদের এ বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। পিএইচপি পরিবার অতীতেও গ্রামীণফোনের সাথে ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইন্‌শাআল্লাহ। ’

তিনি গ্রামীণফোনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পিএইচপি’র অপর পরিচালক জহিরুল ইসলাম তার বক্তব্যে গ্রামীণফোনের পক্ষে তাদের করপোরেট হাউজে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করায় গ্রামীণফোন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি গ্রামীণফোনের পক্ষে তাদের সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গ্রামীণফোনের রিজিওনাল চিফ শাহ্‌ মোহাম্মদ ইব্রাহিম আজাদ তাদের এ কার্নিভাল অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়ায় পিএইচপি পরিবারের সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।