ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলার মঞ্চে অরিন্দমের ‘কবি’

বিনোদন করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
শিল্পকলার মঞ্চে অরিন্দমের ‘কবি’

চট্টগ্রাম: নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক ‘কবি’ মঞ্চস্থ হয়েছে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি অবলম্বনে রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়া রচিত নাটকটি অরিন্দমের ২৯তম প্রযোজনা।

কবিয়াল থেকে কবিতে উত্তীর্ণ হওয়ার ক্রমবিকাশই কবি নাটকের মূল বিষয়বস্তু।
কেন্দ্রীয় চরিত্র অন্তজ সম্প্রদায়ের নিতাই কবিয়াল হওয়ার স্বপ্নে বিভোর। বিবাহিতা ঠাকুরঝি ও বাজনাদার ঝুমুর দলের বসন- এই দুই নারী চরিত্র নিতাইকে নিয়ে যায় অসমাপ্ত জীবন জিজ্ঞাসার উত্তরের খোঁজে।

ঠাকুরঝির করুণ মৃত্যু ও বসনের অনাকাঙ্খিত মৃত্যুবরণে কবিয়াল নিতাইয়ের চোখে অশ্রুধারা নেমে আসে। কণ্ঠে উচ্চারিত হয় খেদ-এই খেদ আমার মনে মনে,ভালবেসে মিটিলনা আশ, কুলালনা এ জীবনে, হায় জীবন এত ছোট কেনে, এ ভুবনে?

নাটকের নিতাই চরিত্রে অভিনয় করেছেন পংকজ চৌধুরী,কবিয়াল চরিত্রে কাজল সেন, ঠাকুরঝি চরিত্রে জান্নাতুল নাঈম। এছাড়া আরও অভিনয় করেছেন সাইফুল ইসলাম বাবু,সাবেরা সুলতানা, নাজিম উদ্দিন চৌধুরী, শারমিন আখিঁ, সজীব সেন, বিজয় দাস, পূজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘন্টা,নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।