ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাকিস্তানি নাগরিকসহ গ্রেপ্তার পাঁচজন ফের রিমাণ্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
পাকিস্তানি নাগরিকসহ গ্রেপ্তার পাঁচজন ফের রিমাণ্ডে ছবি: বাংলানিউজ ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর একটি হোটেল থেকে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমাণ্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।



গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে আদালত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

এরা হলেন, পাকিস্তানের করাচির বাসিন্দা মোহাম্মদ আলম (৪৫), আব্দুল মজিদ (৩০), ছালামত উল্লাহ (৪৫) এবং শফিউল্লাহ (৪০)।


এছাড়া মোহাম্মদ কবির আমিন (৫০) নামে গ্রেপ্তার হওয়া অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

নগর পুলিশের সহকারি কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী (প্রসিকিউশন) বাংলানিউজকে বলেন, পাঁচজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিল নগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত তাদের চারজনকে তিনদিনের এবং একজনকে দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

রিমাণ্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী এবং সহকারি কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী অংশ নেন।

এর আগে দুপুর ২টার দিকে পাঁচজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২৩ নভেম্বর দুপুরে নগরীর খুলশি থানার জিইসি মোড় এলাকায় হোটেল লর্ডস ইন থেকে পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে জঙ্গি সন্দেহে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ডে নেয় নগর গোয়েন্দা পুলিশ।

আটক পাঁচজনের মধ্যে ছালামত উল্লাহ জামায়াত নেতা এবং শফিউল্লাহ আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) গুরুত্বপূর্ণ পদে থাকার অভিযোগ আছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।