ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ খানের সহযোগি ইসমাইল গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ খানের সহযোগি ইসমাইল গ্রেপ্তার ছবি : প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী যুবদল ক্যাডার মোর্শেদ খানের সহযোগি মো.ইসমাইলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে নগরীর মিয়ানখান নগর বাইদ্যার টেক এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।



বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, ইসমাইল মোর্শেদ খানের নামে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করত। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার সময় সে বাকলিয়ায় একাধিক নাশকতায় নেতৃত্ব দিয়েছে।
তার নামে থানায় তিনটি সহিংসতার মামলা আছে।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে ইসমাইলকে আদালত হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর বাংলাদেশ সফররত ভারতের জাতীয় তদন্ত সংস্থার টিমের কাছে ৪১ শীর্ষ সন্ত্রাসীর তালিকা দেয়া হয়। র‌্যাব সদরদপ্তরের পক্ষ থেকে দেয়া তালিকায় চট্টগ্রামের সাত সন্ত্রাসীর নাম আছে। এরা হল, মোর্শেদ খান, মামুনুর রশিদ মামুন, সুনীল দে, রাজিব দত্ত রিংকু, এইচ এম আবু তৈয়ব, নূরুল আলম ওরফে এতিম আলম এবং সাজ্জাদ খান।

পুলিশ সূত্রে জানা গেছে, মোর্শেদ খান বর্তমানে আত্মগোপন অবস্থায় আছে। তার অবর্তমানে মোর্শেদ খানের অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণ করত ইসমাইল।

নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর, মাষ্টারপুল, আফগান মসজিদসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে ইসমাইল ছিল জীবন্ত ত্রাস। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত ছিল ইসমাইল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।