ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের জমি থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
রেলওয়ের জমি থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: নগরীর সেগুন বাগান রেলওয়ে যাদুঘরের পেছন থেকে প্রায় তিনশতাধিক অবৈধ বসতঘর উচ্ছেদ করেছে রেলওয়ে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব বসতঘর উচ্ছেদ করা হয়।



ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন,‘সকাল থেকে অভিযান চালিয়ে কাঁচা পাকা, সেমি পাকা, আধা পাকা তিনশতাধিক অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে।
রেলওয়ের প্রায় চার একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। ’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বাংলানিউজকে জানান,‘রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেছে। বুধবার অভিযান চালিয়ে অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।