ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদারবাড়িতে পিডিবির ১৬ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
মাদারবাড়িতে পিডিবির ১৬ সংযোগ বিচ্ছিন্ন ছবি : প্রতীকী

চট্টগ্রাম: প্রায় ১৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার দায়ে নগরীর মাদারবাড়ির এলাকায় ১৬ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার বিদ্যুত আদালত (দক্ষিণ) এর প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।



একই অভিযানে ১০ গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পিডিবির সিনিয়র সহকারী পরিচালক (দক্ষিণাঞ্চল) মো. মনিরুজ্জামান।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিক্রয় ও বিতরণ বিভাগ মাদারবাড়ির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মৃধা,  সহকারী প্রকৌশলী শেখ সাকিব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন পাটোয়ারী, আনোয়ারুল হক ও আব্দুর রবসহ পুলিশ সদস্যরা অংশ নেন।


বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।