ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোধনের ২৮ বছর পূর্তিতে জাগাও প্রাণের সুপ্ত শক্তি

বিনোদন করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
বোধনের ২৮ বছর পূর্তিতে জাগাও প্রাণের সুপ্ত শক্তি

চট্টগ্রাম: বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ২৮ বছর পূর্তি উপলক্ষে ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‍শনিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। বিশেষ অতিথি থাকবেন কবি মানজুর মুহাম্মদ।


অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বোধনের অনুপম শীল, হোসনে আরা তারিন, অসীম দাশ ও মুক্তা বড়ুয়া।

অতিথি শিল্পী হিসেবে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি করবেন।  
বাংলাদেশ সময়: ১৭২২ ঘন্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।