ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এক্সেললোড কন্ট্রোল: দুর্নীতি বন্ধে সেনাবাহিনীর হাতে দায়িত্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
এক্সেললোড কন্ট্রোল: দুর্নীতি বন্ধে সেনাবাহিনীর হাতে দায়িত্ব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বড় দারোগারহাট এলাকায় নির্মিত এক্সেললোড কন্ট্রোল স্টেশনে দুর্নীতি বন্ধ করতেই এটি পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক অবদান রাখে।

তাই এ সড়কটি সুরক্ষায় বড় দারোগারহাটে স্কেলটি চালু করা হয়। কিন্তু দূর্ণীতির কারণে এটি সঠিকভাবে পরিচালিত হচ্ছিল না।
তাই শেষ পর্যন্ত এটি পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক্সেললোড কন্ট্রোল ষ্টেশনটি পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এরআগে সেনাবাহিনীর পক্ষে স্কেল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন স্কেলের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল ওহাদ। এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দিদারুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন, লে. কর্নেল তানভীর হোসেন, লে. কর্নেল আরিফ মাহমুদ, মেজর আজিজুর রউফ, মাহমুদ হাসান, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান, চারলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, তত্তাবধায়ক প্রকৌশলী সাইফুল আলম, নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান,  প্রমুখ উপস্থিত ছিলেন।  

এ নিয়ে সেনাবাহিনী মোট ৩টি স্কেল পরিচালনার দায়িত্ব নিল। বাকি দুটি হলো- রাঙ্গামাটি ও দাউদকান্দি। এখন থেকে স্কেলটি সুষ্ঠভাবে পরিচালনা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানেই চারলেনে যান চলাচল শুরু হয়েছে। বাকি অংশে শিগগির চালু হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।