ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিউমার্কেট ফুটওভারব্রিজ অবৈধ দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
নিউমার্কেট ফুটওভারব্রিজ অবৈধ দখলমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর নিউমার্কেট এলাকা থেকে ফুট ওভারব্রিজ অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। এসময় ফুট ওভারব্রিজ এলাকা থেকে অবৈধ ১০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

তিনি বাংলানিউজকে বলেন, নিউমার্কেট এলাকার ফুটওভারব্রিজটির মুখে ভাসমান দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রাখে হকাররা।
ফলে লোকজন সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফুটওভার ব্রিজটি দিয়ে লোকজন যাতে স্বাচ্ছন্দ্যে পার হতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।