ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০ হিযবুত তাহরীর কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
চট্টগ্রামে ১০ হিযবুত তাহরীর কর্মী আটক ছবি: প্রতীকী

ঢাকা: বন্দরনগরীর কোতয়ালি থানার আন্দরকিল্লা এলাকা থেকে ১০ হিযবুত তাহরীরের কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু লিফলেট ও ব্যানার জব্দ করা হয়েছে।



শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক হিযবুত তাহরীর কর্মীদের নাম জানাতে পারেনি পুলিশ।


পুলিশ সূত্র জানায়, শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যরা মুসল্লিদের লিফলেট বিতরণ করেন। এরপর তারা ব্যানার নিয়ে সেখানে ঝটিকা মিছিলেরও চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে।

এ সময় সরকারি বিরোধী বেশকিছু লিফলেট ও ব্যানার জব্দ করা হয়।  

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মো. আবদুর রব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারাগতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।