ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল  নোমান বলেছেন, বিগত ৫ জানুয়ারির নীল নকশার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে এবং জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেঁপে বসেছে হাসিনা সরকার।

স্বৈরাচার এরশাদের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে শনিবার বিকেলে নগরীর হালিশহর তাসফিয়া কমিউনিটি সেন্টারে পাহাড়তলী ও হালিশহর থানা বিএনপির যৌথ উদ্যোগে  আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



আবদুল্লাহ আল  নোমান বলেন, পৃথিবীতে কোন স্বৈরাচার সরকারের শেষ পরিণতি সুখকর ছিল এরকম কোন দৃষ্টান্ত নেই। স্বৈরাচারের পরিণতি হয় কঠিন এবং ঘৃন্যতম।
বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারের শেষ পরিণতিও ভয়াবহ হবে। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যূত্থান যখন সৃষ্টি হবে তখন তাসের ঘরের মত স্বৈরাচারী সরকারের মসনদ তছনছ হয়ে যাবে।

আবদুল্লাহ আল নোমান বিএনপি নেতাকর্মীদেরকে “নব্য স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক”-এই শ্লোগানকে ধারণ করে আন্দোলনের  প্রস্তুতি গ্রহণে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

হালিশহর থানা বিএনপির আহবায়ক জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক শামসুল আলম, , হালিশহর থানা বিএনপির যুগ্ন-আহবায়ক সোহরাব কোম্পানী, মোশারফ হোসেন, জসিম উদ্দিন জিয়া, হাজী বাবুল হক, আবু জহুর, দিদারুল রহমান সুমন, নুর সেলিম বাঙ্গালী, সাইফুল আলম, ইকবাল হোসেন, হাজী মো. মহসিন, জসিম ফিরুজ, শফিউল্লাহ, ওমর সওদাগর, জেসমিন খানম, আতিয়া আকতার উষা, আখি সুলতানা, খালেদা বোরহান, জাহানারা বেগম, শহিন কবির, আলাউদ্দিন, মোর্শেদ, নজরুল, জাহাঙ্গীর আলম, ইবনুল হাসান, শফিকুর রহমান, শরিফ, আলী হায়দার, আজাদ বাঙ্গালী, আরশাদ খান, বেলাল, কুতুব সাহেব প্রমূখ।

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক এম এ  সবুর, এ্যাডভোকেট আব্দুস সাত্তার,  কাজী আকবর,  কাজী বেলাল, এস কে খোদা তোতন, আব্দুল মান্নান, বন্দর শ্রমিকদলের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, তোফাজ্জল হোসেন, মাইনুদ্দিন শহীদ।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।