ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় মাদকসেবীর দণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
বাকলিয়ায় মাদকসেবীর দণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানায় বিয়ারসহ গ্রেপ্তার হওয়া এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া পৃথকভাবে অভিযান চালিয়ে ৫৭৩টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

এরা হলেন, জহির আহামদ (২৫), মো. রুবেল (২২) ও মো. আলাউদ্দিন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মনির হোসেন (৩০) বাকলিয়া মিয়াখান নগরের ডাইল বাড়ির বাসিন্দা।


বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, রোববার সকালে মনির হোসেনকে ডাইলবাড়ি থেকে পাঁচটি বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তাকে দুই মাসের কারাদণ্ড দেন।

এদিকে রোববার ভোর রাতে শাহ আমানত ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ৫০০টি ইয়াবাসহ জহিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মহসিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

রোববার বিকেলে নগরীর মিয়াখান নগর এলাকা থেকে ৭৩টি ইয়াবাসহ রুবেল ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।