ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবস উপলক্ষে নগর বিএনপির তিনদিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
বিজয় দিবস উপলক্ষে নগর বিএনপির তিনদিনের কর্মসূচি

চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি।



রোববার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদী বাগের বাসভবনে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ ১১ থানা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক ও ৪১টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিজয় দিবসের কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। নগর বিএনপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বিকেল ৩টায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিকেলে বিজয় দিবসের আলোচনা সভা ও রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত বের করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।