ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় উৎসবে বোধনের পথ আবৃত্তি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বিজয় উৎসবে বোধনের পথ আবৃত্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চেরাগী পাহাড় মোড়ে সোমবার সন্ধ্যায় বিজয়ের কবিতামালা আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা।

জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর বেদনা আর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দের মিশ্র অনুভূতিকে কণ্ঠে ধারণ করে বোধন এ পথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।



হোসনে আরা তারিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত, তাপস পাল, মুক্তা বড়ুয়া, প্রতীম দে, তৈয়বা জহির আরশি, বেনজীর বিনতে শওকত, দীপ্ত দেওয়ানজী, শিশির বড়ুয়া ও সৌরভ দেবনাথ।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি মনিরুল মনির ও শাহিদ হাসান।


অনুষ্ঠানে বোধনের পাশাপাশি অংশ নেয় উচ্চারক আবৃত্তিকুঞ্জ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুন্যের উচ্ছাস ও মুক্তধ্বনির শিল্পীরা।

বিজয়ের ৪৩ বছর উদযাপনে অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা,ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।