ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাটে বসতঘরে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
কালুরঘাটে বসতঘরে আগুন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার ব্যাপারী পাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে দুই বসতঘর।

মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।



বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বাংলানিউজকে জানান, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চারটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


“আগুনে দুইজন মালিকের দু’টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।   অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। ” বলেন তিনি

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।