ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিডিবির অভিযানে ১২ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
পিডিবির অভিযানে ১২ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম: প্রায় আট লাখ টাকা বকেয়া থাকায় দায়ে নগরীর হালিশহর এলাকায় ১২ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোমবার বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হকের নেতৃত্বে পিডিবি এই অভিযান চালায়।



অভিযানে একইসঙ্গে এসকল গ্রাহকের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়েরের পাশাপাশি নয় গ্রাহককে ১৭ হাজার ২৯০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন পিডিবি দক্ষিণাঞ্চলের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান।

অভিযানে বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুরের নির্বাহী প্রকৌশলী ইমাম হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান, মিটার পরিদর্শক মো. আবদুর মান্নান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।