ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মদ-ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মদ-ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ২০১৫ সালের বিভিন্ন সময়ে কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকদ্রব্যর মধ্যে রয়েছে ১০ হাজার ৪১২ বোতল বিদেশি মদ, ২ হাজার ১৪০ লিটার দেশি মদ এবং ৩৫ হাজার পিস ইয়াবা।



রোববার সকাল পৌনে ১১টায় ইছানগরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোনের দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

কোস্টগার্ড সূত্র জানায়, এ বছর কোস্টগার্ড পূর্বজোন ১৩ লাখ ৪৬ হাজার ২১৭ পিস ইয়াবা, আড়াই হাজার লিটার বাংলা মদ, ২২ হাজার ৮৬৪ বোতল বিদেশি মদ ও বিয়ার, ৭৯০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৪৮০ পিস চেতনানাশক ইনজেকশন এবং ২০ দশমিক ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।