ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‘তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

রোববার নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ছগীর ওসমানী।

জেলা প্রশাসক তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধ‍াদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।