চট্টগ্রাম: নান্দনিক পৌরসভা গড়তে শাহজাহান সিকদারকে নৌকা মার্কায় ভোট দিতে রাঙ্গুনিয়া পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও নারীনেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু।
সোমবার পৌরসভার গুচ্ছগ্রাম, মুরাদনগর, ভবানী মিল, সৈয়দবাড়ি দক্ষিণপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
গণসংযোগকালে রানু বলেন, সাত বছর ধরে রাঙ্গুনিয়ায় যে উন্নয়ন চলছে তা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শাহজাহান সিকদারকে নির্বাচিত করার বিকল্প নেই। মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে শাহাজান সিকদারের মতো যোগ্য ও বলিষ্ঠ নেতা নির্বাচিত হলে হলে পৌরসভার চেহারা পাল্টে যাবে।
গণসংযোগকালে শাহজাহান সিকদারের সহধর্মিণী নাসরিন সুলতানা মুন্নী, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহানা আকতার, নারীনেত্রী হাসিনা আকতার, চাঁদ সুলতানা ও ক্যাবলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৪ ডিসেম্বর ২৮, ২০১৫
এআর/টিসি