ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গভীর সাগরে র‌্যাবের অভিযান

১০ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলার মালিকসহ আটক ৮

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
১০ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলার মালিকসহ আটক ৮ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চট্টগ্রাম: গভীর সাগরে একটি ট্রলারে বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার ভোররাতে পরিচালিত এ অভিযানে ট্রলারের মালিকসহ আটজনকে আটকও করা হয়।

ট্রলারটিও র‌্যাবের হাতে আটক রয়েছে।

র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছন।


তিনি জানান, বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে সড়কপথে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় সম্প্রতি পাচারকারী চক্রটি সমুদ্রপথকেই বেছে নিয়েছে নিরাপদ রুট হিসেবে।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬

আরডিজি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।