ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রিগান আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রিগান আহত রিগান উদ্দিন

মিরসরাই(চট্টগ্রাম): সড়ক দুর্ঘটনায় বাংলানিউজের মিরসরাই করেসপন্ডেন্ট মু. রিগান উদ্দিন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জোরারগঞ্জ বাজারের প্রজেক্টরোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।



আহত রিগান উদ্দিন বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তবে, প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির চেয়ারম্যান নিজাম উদ্দিন।


দুর্ঘটনায় সাংবাদিক রিগান উদ্দিনের ডান হাত, ডান পা জখম ও কোমরে মারাত্মক চোট পেয়েছেন। পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

একই মোটরসাইকেলে থাকা তার সহকর্মী মিরসরাই কণ্ঠের সহযোগী সম্পাদক নুর উদ্দিন জানান, পেশাগত কাজে বিকেলে মোটরসাইকেলে মিরসরাই থেকে বারইয়ারহাট যাচ্ছিলেন তারা। বিকেলে একটি সভা ও সন্ধ্যায় অপর একটি অনুষ্ঠান কাভার করার কথা ছিলো।

পথে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোডের মাথায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।