ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য লাখ টাকা অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চবির বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য লাখ টাকা অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে অধ্যয়নরত অসচ্ছ্বল মেধাবী বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকার চেক প্রদান করেছে লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর হাতে এ চেক হস্তান্তর করেন ফাউন্ডেশেনের চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।



চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা, পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দীপংকার শ্রীজ্ঞান বড়ুয়া, পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞানরত্ন বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, বৃহত্তর হোয়ারা পাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি দিলীপ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিপুল বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, শীলব্রত বড়ুয়া ও অসীম বড়ুয়া।

এসময় উপাচার্য বলেন, দেশের গরীব-মেধাবী, অসচ্ছ্বল শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা প্রদানের জন্য সমাজের ধণাঢ্য ব্যাক্তিরা এগিয়ে আসলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ আরও সুগম হবে।


বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।