ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাস উল্টে নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পটিয়ায় বাস উল্টে নিহত ২

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বাস উল্টে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।



নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার সাহাব মিয়ার ছেলে জসিম (৪০) এবং একই উপজেলার মধ্যম হাশিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩৫)।

আহতরা হলেন, ইউনুফ (৪৭), নূরনাহার (৫০) এবং ইছহাক (৩৫)।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবু হামিদ বাংলানিউজকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত অবস্থায় পাঁচজনকে বিকেল পৌন ৫টার দিকে হাসপাতালে নেয়া হয়।   এসময় দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।   বাকি তিনজন চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।