রোববার ভোর পৌনে ৬টায় চুলার আগুন থেকে প্যারাগন নামে ও বেকারিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুস সাত্তার মন্ডল বাংলানিউজকে জানান, চুলার আগুন থেকে নুরুল ইসলামের মালিকানাধীন প্যারাগন বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।
প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমইউ/টিসি