ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরাইপাড়ায় আগুনে পুড়েছে বেকারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সরাইপাড়ায় আগুনে পুড়েছে বেকারি

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল এলাকায় আগুনে পুড়েছে একটি বেকারি পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ভোর পৌনে ৬টায় চুলার আগুন থেকে প্যারাগন নামে ও বেকারিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুস সাত্তার মন্ডল বাংলানিউজকে জানান, চুলার আগুন থেকে নুরুল ইসলামের মালিকানাধীন প্যারাগন বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।

প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।