রোববার সারাদেশের মতো কক্সবাজার জেলার প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ উৎসব করা হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে উৎসব করে বই নিয়ে বাড়ি ফিরেছে।
রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক মো. আলী হোসেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখা আরও বেগবান করতে শিক্ষার্থীদের বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিচ্ছে।
ওই বিদ্যালয়ে ১২’শ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রামমোহন সেন সহ বিদ্যালয়ের শিক্ষকরা। বই বিতরণ উৎসবে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক মোক্তার আহদ ও আব্বাস আহমেদ।
এ বিদ্যালয়ের ছাত্র আলম মো. আলভি জানায়, বছরের প্রথম দিন নতুন বই পেয়েছি। তাই এখন থেকেই পুরো বছরের পরিকল্পনা শুরু করতে পারব।
শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামের স্কুল গুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মেহবুব আলম মাহিন। প্রথমদিন নতুন বই হাতে পেয়ে অনেক আনন্দ লাগছে।
এবছর জেলায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল মিলিয়ে ৬৭ লাখ ৬৬ হাজার ২৩৭ বই বিতরণ করা হয়েছে।
এরমধ্যে মাধ্যমিক, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বিতরণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ২০৩ বই। আর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বিতরণ হয়েছে ১৮ লাখ ১৬ হাজার ৩৪ বই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, উৎসব মুখর পরিবেশে সব বিদ্যালয়ে বই উৎসব চলছে।
জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাম মোহন সেন বলেন, শিক্ষার্থীরা উৎসব করে স্কুলে এসে নতুন বই নিয়ে বাড়ি ফিরছে।
বাংলাদেশ সময় ১৩৫০ ঘন্টা, জানুয়ারি ১, ২০১৭
টিটি/টিসি