এদিন অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় আসেন মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদসহ আরও সাত চিকিৎসক। তারা বাসা থেকে বের হয়ে যাওয়ার সময়ে দিয়াজের অনুসারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর কুশপুত্তলিকা পোড়ায়।
এসময় দিয়াজ পক্ষের অনুসারীরা টিপুকে দিয়াজের হত্যাকারী দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটা এখনও তদন্তাধীন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১ জানুয়ারি ২০১৭
জেইউ/টিসি