ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ সভাপতির কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ছাত্রলীগ সভাপতির কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর কুশপুত্তলিকা পুড়িয়েছে ওই শাখার আরেক অংশের নেতাকর্মীরা। রোববার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় এ কুশপুত্তলিকা পোড়ায় তারা।

এদিন অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় আসেন মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদসহ আরও সাত চিকিৎসক। তারা বাসা থেকে বের হয়ে যাওয়ার সময়ে দিয়াজের অনুসারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর কুশপুত্তলিকা পোড়ায়।

এসময় দিয়াজ পক্ষের অনুসারীরা টিপুকে দিয়াজের হত্যাকারী দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটা এখনও তদন্তাধীন।

এর মধ্যেই তারা আমাকে জড়িয়ে ফেলছে। তারা সিআইডি, তারা চিকিৎসক আর তারাই বিচারক। আমার কিছু বলার নেই। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১ জানুয়ারি ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।