রোববার সকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে পাঁচলাশই ছাত্রদল।
শাহাদাত হোসেন বলেন, দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। গণতন্ত্রের লেবাসে চলছে স্বৈরতন্ত্র, সারা দেশের মানুষ আজ এই সরকারের গুম, হত্যা, নির্যাতন-নিপীড়ন, মামলা হামলায় জর্জরিত।
এদেশের গণতন্ত্র তর্মমান সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শিকলে বন্ধি করেছে অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের সৈনিকরা যেভাবেই রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। একইভাবে ছাত্রদলের নেতাকর্মীদের দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে।
নগর ছাত্রদলের সহ-সভাপতি ও পাঁচলাইশ থানা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মুসা, সেলিম উদ্দিন রাসেল, নজরুল ইসলাম, শাহীন হায়াত, মো. রানা, জাবেদ ওমর, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, রাসেল আহমদ, জাবেয়ার জোহা, সত্যজিৎ বড়ুয়া রুপু, ইব্রাহিম খান, মোহাম্মদ সবুজ, সাইফুল ইসলাম, জাহেদুল আমিন বাবু, আলমগীর হোসেন, মুহাম্মদ রনি, সুলতান আহমেদ, মাইনুদ্দীন, মেহবুব হোসেন, সাদ্দাম হোসেন, আরমান, মো. সাইফু, সানি আহমেদ, মোঃ সায়মন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমইউ/টিসি