ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে সাড়ে ২৩ লাখ কন্টেইনার পরিবহনের রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বন্দরে সাড়ে ২৩ লাখ কন্টেইনার পরিবহনের রেকর্ড

চট্টগ্রাম: এক বছর আগে ১ লাখ টিইউএস কন্টেইনার পরিবহন করে রেকর্ড ভঙ্গের পর এবার লক্ষ্যমাত্রার চেয়ে দেড় লাখ বেশি পরিবহন করে আবারও রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর।

বন্দর সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন্দরে কনটেইনার ওঠানামার লক্ষ্যমাত্রা ছিল ২২ লাখ টিইইউএস। কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনার পরিবহন হয়েছে ২৩ লাখ ৫০ হাজার টিইইউএস।

এর আগে ২০১৫ সালে কন্টেইনার পরিবহনের পূর্বাভাস ছিল ১৭ লাখ ৬৪ হাজার টিইইউএস। কিন্তু ওঠানামা হয়েছে ২০ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ২১৪৩াঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।