চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো.মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও সহসভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলার ঘটনায় করা মামলায় মামুনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মামুনকে গ্রেফতার করা হয়েছে।
চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও সহসভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জেইউ/আইএসএ/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।