ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক উত্তম সেনগুপ্তের বাবা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
সাংবাদিক উত্তম সেনগুপ্তের বাবা আর নেই

চট্টগ্রাম: সাংবাদিক উত্তম সেনগুপ্তের বাবা দিলীপ সেনগুপ্ত আর নেই। রোববার (০২ জানুয়ারি) দিনগত রাত দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর মাউন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত পৌনে তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে যান দিলীপ সেনগুপ্ত।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বোয়ালখালী উপজেলার ছনদণ্ডী গ্রামের সেন বাড়িতে দিলীপ সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

দিলীপ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

পৃথক বিবৃতি শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

এদিকে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক উত্তম সেন গুপ্তের পিতা দিলীপ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিষদের আহ্বায়ক মো.আব্দুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম এবং সদস্য সচিব রমেন দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।