ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন-নাছিরের উপস্থিতিতে আওয়ামী লীগের সমাবেশ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মহিউদ্দিন-নাছিরের উপস্থিতিতে আওয়ামী লীগের সমাবেশ শুরু শহীদ মিনারে শুরু হয়েছে আওয়ামী লীগের সমাবেশ

চট্টগ্রাম: দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনটিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহীদ মিনারের সামনে অবস্থান নিতে শুরু করেন নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জনসমাবেশ মঞ্চ থেকে প্রথমে পরিবেশিত হয় উদ্দীপনামূলক গণসঙ্গীত।

এরপর শুরু হয়েছে সমাবেশ।

নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জনসমাবেশে উপস্থিত আছেন।

জনসমাবেশ উপলক্ষে শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭

আরডিজি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।