ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারীনেত্রী নমিতা বড়ুয়ার জীবনাবসান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নারীনেত্রী নমিতা বড়ুয়ার জীবনাবসান

চট্টগ্রাম: নারীনেত্রী ও রাউজান উপজেলা মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী নমিতা বড়ুয়া আর নেই।

চট্টগ্রাম: নারীনেত্রী ও রাউজান উপজেলা মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী নমিতা বড়ুয়া আর নেই।

গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় আমেরিকার বোস্টন মেডিকেল সেন্টারে তিনি মারা যান।

  তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সাত সন্তানের মা নমিতা বড়ুয়া রাউজান উপজেলার বাগোয়ান গ্রামের প্রয়াত ডা. শাক্যমিত্র বড়ুয়ার সহধর্মিনী।

  

একাত্তরে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাত্রী হিসেবে পরিচিত ছিলেন এই নারী।   মুক্তিযোদ্ধাদের নিজের বাড়িতে আশ্রয় দেয়ার পাশাপাশি নিজ হাতে রান্না করে খাওয়াতেন তিনি।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় রাউজানের বেশ কয়েকটি গ্রামের অসহায় সংখ্যালঘুদের নিজ বাড়িতে আশ্রয় দিয়ে বিপদ থেকে রক্ষা করেছিলেন এই নারীনেত্রী।  

মার্কিন প্রবাসী সাংবাদিক তাপস বড়ুয়া বাংলানিউজকে জানিয়েছেন, ৮ জানুয়ারী নমিতা বড়ুয়ার মরদেহ বাংলাদেশে আনা হবে।  এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নন্দনকানন বৌদ্ধ বিহারে তার মরদেহ দর্শনার্থীদের জন্য রাখা হবে।

৯ জানুয়ারি বাগোয়ান গ্রামে শেষকৃত্য এবং ১১ জানুয়ারি মহা সংঘদান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।