ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে নাশকতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে আটক ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিজয় দিবসে নাশকতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে আটক ২০

চট্টগ্রাম: বিজয় দিবসে নাশকতার চেষ্টার অভিযোগে নগরীর কোতয়ালি থানার লালদীঘি ময়দান এলাকা থেকে ২০ শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম শহীদ মিনারে নাশকতা সৃষ্টি করতে লালদীঘি ময়দান এলাকায় শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হয়।

বিষয়টি টের পেয়ে সেখানে গেলে তাদের সঙ্গে পুলিশ সদস্যের ধস্তাধস্তি হয়।

পরে অভিযান চালিয়ে লালদীঘি ময়দান এলাকা থেকে ২০জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও নাম পরিচয় এবং কে কোন পদে আছে তা জানা যায়নি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।