ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌপরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
নৌপরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ করেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান বেগম লায়লা ফারজানা

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) ইপিজেড এলাকার নাবিক কলোনিতে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান বেগম লায়লা ফারজানা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

গরিব ও দুস্থ জনগণের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম নৌপ্রশাসন কর্তৃপক্ষগুলোর পৃষ্ঠপোষকতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।