ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যৌতুকের জন্য মারধর, স্বামীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
যৌতুকের জন্য মারধর, স্বামীর কারাদণ্ড

চট্টগ্রাম: যৌতুকের জন্য মারধরের অভিযোগে স্ত্রীর দায়ের করা একটি মামলায় রাজীব ধর নামে একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোতাহের আলী এই রায় দিয়েছেন।

আসামি রাজীব ধর লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের হরিপদ ধরের ছেলে।

বাদির আইনজীবী বিবেকানন্দ চৌধুরী বাংলানিউজকে জানান, ১৯৯৮ সালে রূপালী নাথকে বিয়ে করেন রাজীব। ২০০০ সালের ২৫ জুলাই রূপালীকে দুই লাখ টাকার জন্য মারধরের অভিযোগে বাঁশখালী আদালতে ওই বছরের ১৭ আগস্ট একটি মামলা দায়ের হয়।

মামলায় রাজীবের বাবা-মাসহ তিনজনকে আসামি করা হয়।

ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাজীবকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০১ সালের ২৯ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।