সোমবার (০১ জানুয়ারি) দুপুরে ‘দখলে’ নেওয়ার পর সন্ধ্যায় এটির উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
এভাবে সরকারি কার্যালয়ে একটি বেসরকারি সংগঠনের কার্যালয় করতে দেওয়ায় স্বয়ং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের একাংশই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, নামে ফিরিঙ্গিবাজার ভূমি অফিস হলেও এটি নন্দনকাননে অবস্থিত।
এদিকে গত বৃহস্পতিবার নিজেদের কার্যালয়ের জন্য একটি বাড়ি চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করে ময়মনসিংহ সমিতির নেতারা। সেই আবেদনে এই ভূমি অফিস ব্যবহারের কথাও উল্লেখ ছিল না বলে জানা গেছে। কিন্তু লিখিতভাবে কোনো অনুমোদন পাবার আগেই বছরের প্রথমদিনেই ওই ভূমি অফিস ভবনের দ্বিতীয় তলায় নিজেদের সমিতির নামে কার্যালয় খুলে বসে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম নামের ওই সংগঠন। পরে সন্ধ্যায় গিয়ে কার্যালয়টির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।
তবে বিভাগীয় কমিশনার বৃহত্তর ময়মনসিংহের (কিশোরগঞ্জ জেলা) বাসিন্দা হলেও তিনি এই সমিতির সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।
কিন্তু নাম প্রকাশ না করার শর্তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, ‘বিভাগীয় কমিশনার মহোদয়ের মৌখিক অনুমতি পেয়েই বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম নামের ওই সংগঠনটি ভূমি কার্যালয়ে ওঠেছে। ’
ভূমি অফিসটির দ্বিতীয় তলায় কয়েকটি কক্ষ রয়েছে। সব কক্ষই নিজেদের দখলে নিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি নামের ওই সংগঠন।
এদিকে বক্তব্যের জন্য বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
টিএইচ/টিসি