ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিদগ্ধ যুবক উদ্ধার, পুলিশ বলছে রহস্যজনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
অগ্নিদগ্ধ যুবক উদ্ধার, পুলিশ বলছে রহস্যজনক

চট্টগ্রাম: স্থানীয়রা মো. ইউসুফ রোমান (২৪) নামে এক অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করেছে। পরে অগ্নিদগ্ধ এ যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।তবে পুলিশ বিষয়টিকে রহস্যজনক বলে ধারণা করছে।

সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নগরীর আকবরশাহ থানার কাঁচাবাজারের তানিম সাহেবের ভবনের ছাদ থেকে তাকে উদ্ধার করা হয়।

ইউসুফ একই এলাকার মো. ইলিয়াছের ছেলে।

চমেক হাসপাতালের এ‌এ্সআই মো. হামিদ বাংলানিউজকে জানান, স্থানীয়রা অগ্নিদগ্ধ এক যুবক উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে।

ওই যুবকের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।

শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা রহস্যজনক বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।