ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে: হাকিম আলী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে: হাকিম আলী কর্ণফুলী উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের বই বিতরণ করেন লায়ন হাকিম আলী

চট্টগ্রাম: সরকারের নীতি ও নানা যুগান্তকারী উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে মন্তব্য করে ডায়মন্ড সিমেন্টের পরিচালক, লায়ন হাকিম আলী বলেছেন, সৃজনশীল শিক্ষা পদ্ধতির মতো বই উৎসবও একটি কার্যকরী উদ্যোগ।

সোমবার (১ জানুয়ারি) দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে নতুন পাঠ্যবই বিতরণ শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছে।

লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ অনেকগুণ বেড়ে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ, আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ, চরলক্ষ্যা গাউসিয়া মাদ্রাসা এবং প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়।

চরলক্ষ্যা গাউছিয়া মাদ্রাসার প্রধান সমন্বয়ক মাস্টার হাফেজ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের বই উৎসবে সমাজসেবী এমএ সালাম, দুরন্ত দুর্বারের সাধারণ সম্পাদক এম রমজান আলী রমু, সেকান্দর আলী, অখিল চন্দ্র পাল, আবদুস ছাত্তার।

আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে উৎসবে সমাজসেবী এমএ সালাম, প্রধান শিক্ষক জালাল আহমদ, শিক্ষক রেজাউল করিম, আব্দুল ওহাব, পারমিতা কানুনগো ও প্রণতি আচার্য বক্তব্য দেন

মাদ্রাসা সুপার সিরাজুল মোস্তফা আল মুনিরীর সভাপতিত্বে চরলক্ষ্যা গাউসিয়া মাদ্রাসার বই উৎসবে ভূমিদাতা নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে সহকারী সুপার মাওলানা আবদুস ছবুর, শিক্ষক বেলাল উদ্দীন, আবছার উদ্দীন বক্তব্য দেন।

শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রিয়েটিভ ইউনিভার্সিটির লেকচারার ড. আকতার উদ্দিন, ব্যাংক এশিয়া চাক্তাই শাখার ব্যবস্থাপক কাজী হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে স্কুল কমিটির সহ-সভাপতি প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, মহিউদ্দিন বকুল, দোস্ত মোহাম্মদ, আমজাদ হোসেন, লুৎফর রহমান শাহজাহান, সদস্যসচিব আকতার জাবেদ, যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, শিক্ষক ওহিদুর রহমান মনজু, মোহাম্মদ হারুন, কানিজ ফাতেমা চৈতী, শিউলী আকতার শাকিলা আকতার বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।