ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রান্না নিয়ে ঝামেলা, এক নারীকে গরম পানি মারল আরেক নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
রান্না নিয়ে ঝামেলা, এক নারীকে গরম পানি মারল আরেক নারী চমেক হাসপাতাল

চট্টগ্রাম: টিনশেড ঘরটিতে বেশ কয়েকটি ভাড়া বাসা থাকলেও রান্না করার জন্য চুলা ছিল একটি। যিনি আগে চুলার কাছে আসবেন তিনি আগে রান্না করবেন এই ছিল অঘোষিত নিয়ম। এভাবে আগে-পরে রান্না নিয়ে নারীদের মধ্যে ছোটখাটো ঝামেলা লেগেই থাকতো।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে সেটি রূপ নিল ভয়াবহ আকারে। রান্না করা নিয়ে ঝামেলা থেকে এক নারী আরেক নারীর গায়ে গরম পানি মেরে দিলেন।

এতে সাবিকুন নাহার (২০) নামের ওই নারীর শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে হালিশহর থানার ঈদগাঁ’র বড় পুকুর এলাকার মজু মেম্বারের বাড়ি এলাকায়।

আহত সাবিকুন নাহারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রান্না করা নিয়ে ঝামেলা থেকে আয়েশা বেগম নামের এক নারী সাবিকুন নাহারকে গরম পানি মারে। এতে সাবিকুন নাহারের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তিনি আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।