ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমালোচনা করলেই মামলা-হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সমালোচনা করলেই মামলা-হামলা সমালোচনা করলেই মামলা-হামলা

চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের কোন অধিকার নেই, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই মামলা-হামলা, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়। প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, ক্রসফায়ারের শিকার হতে হচ্ছে।

২০১৮ সালের শুরুতেই সিলেটে ক্রসফায়ারে যুবদল নেতা হত্যা করে তারা হত্যার রাজনীতির মাধ্যমে নতুন বছর শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বিরোধী দল নিধনের মিশনে লিপ্ত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানার রাস্তার মাথা রোজগার্ডেন কমিউনিটি সেন্টারর সামনে চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চান্দগাঁও থানা ছাত্রদল নেতা নওশাদ আল জাসেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর বিএনপির সদস্য মো. জসিম, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ চৌধুরী, নগর ছাত্রদল সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মনছুর আলম, মোক্তারুজ্জামান বাবর, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।