২০১৮ সালের শুরুতেই সিলেটে ক্রসফায়ারে যুবদল নেতা হত্যা করে তারা হত্যার রাজনীতির মাধ্যমে নতুন বছর শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বিরোধী দল নিধনের মিশনে লিপ্ত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানার রাস্তার মাথা রোজগার্ডেন কমিউনিটি সেন্টারর সামনে চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চান্দগাঁও থানা ছাত্রদল নেতা নওশাদ আল জাসেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর বিএনপির সদস্য মো. জসিম, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ চৌধুরী, নগর ছাত্রদল সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মনছুর আলম, মোক্তারুজ্জামান বাবর, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমইউ/টিসি
।