ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহু মামলার আসামি জামায়াত ক্যাডার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বহু মামলার আসামি জামায়াত ক্যাডার গ্রেফতার মো. কামাল উদ্দিন প্রকাশ হাসান মৌলভী

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের সক্রিয় কর্মী মো. কামাল উদ্দিন প্রকাশ হাসান মৌলভীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে সাতকানিয়ার ছদাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানা সূত্র জানায়, সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসমাইলের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার মো. কামাল উদ্দিন  সাতকানিয়ার আফজলনগরের আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার সন্তান।

পুলিশ জানায়, ২০১৩ ও ২০১৪ সালে এই ক্যাডারের নেতৃত্বে সাতকানিয়া এলাকায় তান্ডব চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।