ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গোয়েন্দা পরিচয়ে ছিনতাইকারী দলের ১১ জন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
গোয়েন্দা পরিচয়ে ছিনতাইকারী দলের ১১ জন আটক লোগো

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পরিচয়ে ছিনতাইকারী দলের ১১ সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের ‍আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) মো.কামরুজ্জামান।

১১ জনের এই টিমের কাছ থেকে খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সূত্রমতে, গত ২৮ ডিসেম্বর নগরীর কোতয়ালী থানার লাভ লেইন এলাকায় সিটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে বাস থেকে নামিয়ে ফেলে একদল দুর্বৃত্ত।   ইমতিয়াজের কাছে ইয়াবা আছে অভিযোগ করে তাকে সিএনজি অটোরিকশায় তুলে ফেলে।

  এরপর সিআরবিসহ বিভিন্ন এলাকায় ঘুরে তার মোবাইল-টাকাপয়সা কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।

মঙ্গলবার ইমতিয়াজ বাদি হয়ে মামলা দায়েরের পর অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশ।  

এডিসি কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, এই গ্রুপটি অনেক পুরনো।   তারা ডিবি পরিচয় দিয়ে ছিনতাই-ডাকাতি করে।   সবার বিরুদ্ধে মামলা আছে।   এমনকি হত্যা মামলাও আছে।

বুধবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।