ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক ছবি:প্রতীকী

কক্সবাজার: কক্সবাজার শহরের হলিডের মোড়ের এস এ পরিবহনের কার্যালয় থেকে পাঁচ হাজার ইয়াবাসহ বেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ওই যুবককে আটক করা হয়।

বেলাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম এলাকার ফরিদুল আলমের ছেলে।

পুলিশ জানায়, বেলাল ইয়াবাগুলো আইপিএস এর ভেতরে লুকানো অবস্থায় পাচারের জন্য পরিবহন কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তল্লাশিকালে এসএ পরিবহন কর্তৃপক্ষ ইয়াবা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে ওই যুবককে ইয়াবাসহ আটক করে নিয়ে যায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, আটক বেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার (৩ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
টিটি/এমএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।