বুধবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় 'সাংবাদিক-বান্ধব' মহিউদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভা-মঞ্চে আছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এআর/টিসি