পুলক সরকারের পরিবারকে সহায়তা দিল সিইউজে
চট্টগ্রাম: সদ্য প্রয়াত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য পুলক সরকারের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে সিইউজে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় এ সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অানুষ্ঠানিকভাবে পুলক সরকারের স্ত্রী ও কন্যার হাতে চেকটি তুলে দেন।
এ সময় বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, এম নাসিরুল হক, সমীর বড়ুয়া, মোস্তাক আহমেদ, ফারমিক গ্রুপের চেয়ারম্যান ডা. আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৯ ডিসেম্বর বিকেল চারটায় পুলক সরকার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।