চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় পিনন রায় (৩৫) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মর্জিনা আকতার। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, মাঝিরঘাট এলাকায় ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-১৪৪১) মোটরসাইকেল আরোহী পিননকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
পিনন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।