বুধবার (০৩ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহের আলী এই রায় দিয়েছেন।
ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের বাংলানিউজকে বলেন, রফিকুলকে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ও ৯ (১) ধারায় দুইবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, দণ্ডিত রফিকুল নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার আজিম হাওলাদারের ছেলে। জহিরুল নোয়াখালী জেলার চরজব্বার থানার শফি আলমের ছেলে।
২০০৯ সালের ২০ জানুয়ারি ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচাবাজার এলাকায় পোশাক কারখানায় চাকুরিপ্রার্থী এক নারীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নেয় আসামিরা। গোপন আস্তানায় নিয়ে গিয়ে ওই নারীকে দুধের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে প্রথমে রফিকুল এবং পরে জহিরুল ধর্ষণ করে।
এই ঘটনায় ওই নারী বাদি হয়ে ২৮ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২১ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়। ১৮ অক্টোবর অভিযোগ গঠনের পর ট্রাইব্যুনালে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ও ৯ (১) ধারায় রফিকুলকে দুইবার যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে তিন মাস করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
একই আইনের ৯ (১) ধারা অনুযায়ী জহিরুলকে যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যথায় তাকে তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
দণ্ডিত দুই আসামিই জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরডিজি/টিসি