এদিন প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রধান বক্তা হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী উপস্থিত থাকবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.সোহরাব হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু.মোহসিন চৌধুরী ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী।
কদলপুর স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, ‘শুক্রবার বিকেল তিনটা থেকে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯৬৮ সালে কদলপুর স্কুলের যাত্রা শুরু হয়েছিল। ৬ জানুয়ারি হবে এই স্কুলের ৫০ বছর।
দুদিন ব্যাপী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দেশের শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়:১৩২০ ঘণ্টা, ৪ জানুয়ারি ২০১৭
জেইউ/টিসি