বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সোয়া দুইটা) উভয়পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’
বাংলাদেশ সময়:১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেইউ/টিসি