ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যালিতে দাঁড়ানো নিয়ে চবি ছাত্রলীগের মারামারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
র‌্যালিতে দাঁড়ানো নিয়ে চবি ছাত্রলীগের মারামারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে দাঁড়ানো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপ মারামারিতে লিপ্ত হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্সের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতণ্ডতা হয়।  

এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

 এই সময় ছাত্রলীগের এককর্মী গুরুত্বর আহত হন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সোয়া দুইটা) উভয়পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’

বাংলাদেশ সময়:১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।